হ্যান্ডকাপসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হ্যান্ডকাপসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে কারারক্ষী আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা কারাগার এলাকা ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে থেকে চুরির মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরিফ চৌধুরীর বাড়ি টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামে। তিনি গোপালগঞ্জ কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, গোপালগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার সুমি ঘোষ বাদী হয়ে গতকাল শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি কারারক্ষী আরিফকে আসামি করে চুরির মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. আরিফ চৌধুরী কারাগারের সরঞ্জাম চুরি করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। তারপর তারা এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ কারারক্ষীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কারাগারের পাশে ওই কারারক্ষীর ইসলামপাড়ার ভাড়াবাসার একটি কক্ষ থেকে পুলিশ কারাগারের চোরাই মালামাল উদ্ধার করে। এর মধ্যে রয়েছে আট জোড়া হ্যান্ডকাফ, ছয় জোড়া শোল্ডার ব্যাজ, আট পিস মনোগ্রাম, উইন্টার জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম। এ সময় কারারক্ষী আরিফ চৌধুরীকে আটক করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, শনিবার রাতেই এ ঘটনায় কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় একটি মামলা করে। জিজ্ঞাসাবাদে কারারক্ষী আরিফ কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।