তারিক সিদ্দিকি ও তার স্ত্রীর ৫২ বিঘা জমি জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহীন সিদ্দিকের আরও ৫২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দুদকের আবেদনে গাজীপুরের এসব জমির মূল্য দেখানো হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা।
দুদকের আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক ও শাহীন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জানা গেছে, তাদের মালিকানাধীন এসব সম্পত্তি তারা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে তুলে ধরে দুদক বলেছে, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তারা যেন স্থাবর সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর, অথবা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন সে বিষয়ে আদালতের আদেশ আবশ্যক।
তারিক আহমেদ সিদ্দিক পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলার মধ্যে এর আগে তাদের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। একই অভিযোগে গত ১৭ জুলাই এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।