বাড়ি থেকে তুলে নিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে এক দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৪ জুন) সকালে বাড়ির পাশের মাঠ ও গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রেহানার মরদেহ বাড়ির পাশের মাঠে পড়ে থাকতে দেখা যায় এবং মনিরুজ্জামানের মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, গভীর রাতে কে বা কারা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে রেহানাকে হত্যা করে মাঠে ফেলে রাখে এবং মনিরুজ্জামানকে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।