চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম ‘স্কুল হেলথ প্রোগ্রাম’

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ‘স্কুল হেলথ প্রোগ্রাম’, যার আওতায় শিক্ষার্থীরা পাবে বিভিন্ন চিকিৎসা সেবা। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ৫টি স্কুলে এই সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এটি সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আজ বুধবার (২১ মে) সকালে কাপাসগোলা স্কুলে হেলথ কার্ড কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
সভায় জানানো হয়, স্কুলগামী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় দেশে প্রথমবারে মতো এই ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেওয়া স্বাস্থ্য কার্ডে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ, হার্ট ও ব্লাড প্রেসারসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সুষম ও পুষ্টিকর খাবারের তথ্যও থাকবে এই কার্ডে, যা নির্দিষ্ট চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শৈশব থেকেই দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা।