নিখোঁজের পরদিন সীতাকুণ্ড সৈকতে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সিফাত (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়। গতকাল শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করলেও প্রবল স্রোত এবং বাতাসের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেড়িবাঁধ সংস্কারের কাজের জন্য জেনেসিস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার কাজ না করে তিনি দুই বন্ধুর সঙ্গে সমুদ্রে গোসল করতে যান। হঠাৎ প্রবল স্রোতে সিফাত ডুবে যায় ও নিখোঁজ হয়। সিফাতকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানানো হয়।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে রাতের অন্ধকার, প্রবল স্রোত ও বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। আজ রোববার ভোর ৬টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ স্থল থেকে প্রায় ৫০০ গজ উত্তরে সমুদ্র থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে।