ধর্ষণ মামলায় নোবেল কারাগারে

গায়ক মাইনুল আহসান নোবেলকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি : ডিএমপি
রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এদিন গায়ক নোবেলকে আদালতে নিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল সোমবার (১৯ মে) দিনগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাদীকে আসামি নোবেল অপহরণ ও জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিলেন।