রাষ্ট্রদূত মুশফিকের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি জাতিসংঘে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে নিযুক্ত সাংবাদিক।
আজ বৃহস্পতিবার (৮ মে) শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন,এম এ মুছাব্বিরের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাঁকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন মরহুম মুছাব্বিরকে জান্নাত নসিব করেন। পরিবারের সদস্যদের শোক সইবার ক্ষমতা দেন।
আজ সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ মুছাব্বির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।