ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা, ধরল পুলিশ
রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ মে) হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মেন্ডি ডেন্টাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
আজ শুক্রবার (১০ মে) বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাকিল, সোহেল ও নিয়ামুল হাসান নয়ন। সে সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি কুড়াল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মেন্ডি ডেন্টাল রোডে কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।