কৃষ্ণচূড়ার বনে রঙ লেগেছে পরীর মনে
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। কাজের পাশাপাশি সামাজিক পাতায় বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার এবার কৃষ্ণচূড়ার সঙ্গে বেশ কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’ ছবি : পরী মণির ফেসবুক পেজ থেকে নেওয়া

১ / ৫

২ / ৫

৩ / ৫

৪ / ৫

৫ / ৫