সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভোগান্তিতে মানুষ

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কম হওয়ায় নদ-নদীর পানি কিছু কমলেও বন্যার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের আঞ্চলিক সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
এদিকে সুরমা নদীর পানি বিপৎসীমার কিছু নিচ দিয়ে প্রবাহিত হলেও সুরমা নদীর দুই পাড় উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। তবে, ছাতক উপজেলায় নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার ও ধর্মপাশা–এই ছয় উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে আছে। সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীর নগর ও মোল্লাপাড়া ইউনিয়নের রাস্তাঘাট হাঁটু সমান পানির নিচে তলিয়ে আছে। একইভাবে ছাতকের ইসলামপুর, নোয়ারাই, চরমহল্লা ইউনিয়নের গ্রাম ও সড়কে পানি উঠে যাওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার মানুষের।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, পানি বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার পূর্বাভাস নেই।