ফুল দিয়ে পোকা দমন!

ধানচাষে কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প উপায় নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। তেমনই বিকল্প এক পদ্ধতির মাধ্যমে ধান চাষ করে কীটনাশক দমনে সফল হয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী কেন্দ্রের বিজ্ঞানীরা।
রাজশাহী কেন্দ্রের বিজ্ঞানীরা ধানক্ষেতের চারদিকে ফুল গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। বিভিন্ন ধরনের ফুল গাছে আসবে অনেক ধরনের উপকারী পোকা। যারা ধানের কীট দমনে কার্যকর ভূমিকা রাখবে।
এ ব্যাপারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজমুল বারী বলেন, ‘ধানক্ষেতের চারদিক দিয়ে যদি বিভিন্ন ধরনের ফুলগাছ যদি লাগানো যায়, তাহলে ফুলগাছে উপকারী পোকামাকড় তাদের খাদ্য ও আহারের জন্য অবস্থান করবে। ধানক্ষেতে যদি কোনো ক্ষতিকর পোকা আসে, তবে এ উপকারী পোকাই ধানক্ষেতে গিয়ে ক্ষতিকর পোকার ডিম, বাচ্চা বা সরাসরি ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলে এবং এসব পোকার বংশবিস্তার রোধ করে।’