নওগাঁয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নওগাঁ শহরের শোভা বর্ধনের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের পুরাতন আদালত চত্বরের সামনে এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের আহ্বায়ক সাদেকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহসভাপতি আসাদুজ্জামান খান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারুল আক্তার, হাসান আলী, সদস্য শান্তি আক্তার প্রমুখ।
এ সময় আয়োজক মাহমুদুন নবী বেলাল বলেন, নওগাঁ শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের শোভা বর্ধন এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শহরের সড়কের দুপাশে বিভিন্ন ফলদ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছ মাসব্যাপী রোপণ করা হবে।