কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে রসুলপুর এলাকা দিয়ে সিএনজিতে চড়ে যাচ্ছিল পাঁচজন ব্যক্তি। গতিবিধি সন্দেহজনক হলে এলাকার কয়েকজন সিএনজি থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এর একপর্যায়ে দুজন দৌড় দেয়। এর কিছুক্ষণ পর বাকি তিনজনও দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শহীদ এনটিভিকে জানান, গণপিটুনির খবর পেয়ে প্রথমে হযরতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তী সময়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ নিয়ে রওনা দেন।