টাঙ্গাইলে ট্রাক উল্টে দুজন নিহত, আহত ৬

টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাসে আজ সোমবার বিকেলে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : এনটিভি
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাসে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক আরিফুর রহমান জানান, মহাসড়কের ঘারিন্দা শহর বাইপাস স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুজন মারা যান। এঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মামুন মিয়া (২৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আজিমুদ্দিনের ছেলে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।