রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মহিষ বাথান রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত। ছবি : এনটিভি
রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন সংলগ্ন মহিষ বাথান রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেহা বেওয়া নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্ব পাড়ার মৃত নুইমদ্দিনের মেয়ে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান জানান, ওই বৃদ্ধা রেলের জায়গাতেই থাকতেন। বয়সের কারণে কানে কম শুনতেন। যে কারণে লাইনের পাশে বসে থাকলেও ট্রেনের হুইসেল শুনতে পাননি। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী মেইল লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।