দুপুরে অস্ত্রসহ আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খুলনা মহানগরে আজ মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ আটক দুই যুবকের মধ্যে একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। অন্যজন গুলিবিদ্ধ হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে নগরের বাঘমারার বুড়িরবাগানে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আল মামুন (২৬)। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বর্নি গ্রামে। ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ওমর ফারুকের (২৮) বাড়ি খুলনার হরিণটানা থানা এলাকায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, থানার একটি বিশেষ দল আজ দুপুরে নগরের রায়পাড়া ক্রস রোডের মিস্ত্রিপাড়ায় টহল দিচ্ছিল। ২টার দিকে দুই রিকশাযাত্রীকে দেখে তাঁদের সন্দেহ হয়। পুলিশ রিকশা থামিয়ে তাঁদের ব্যাগ তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ, একটি রিভলবার, ২১টি গুলি পায়। তাঁদের নাম আল মামুন ও ওমর ফারুক। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের নিয়ে মহানগরের বাঘমারার বুড়িরবাগানে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। ওই সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই আল মামুন নিহত এবং ওমর ফারুক গুলিবিদ্ধ হন বলে তিনি দাবি করেন।
পরে ওমর ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।