খুলনায় চারটি বিদেশি অস্ত্রসহ দুজন আটক

খুলনা মহানগর থেকে আজ মঙ্গলবার চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২১টি গুলিসহ দুই যুবককে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
খুলনায় চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২১টি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর রায়পাড়া ক্রস রোড থেকে এই অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
আটক দুই যুবকের নাম ওমর ফারুখ (২৮) ও আল মামুন (২৬)। তাঁদের বাড়ি খুলনার খালিশপুরে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, থানার একটি বিশেষ দল আজ দুপুরে রায়পাড়া ক্রস রোডের মিস্ত্রিপাড়ায় টহল দিচ্ছিল। ২টার দিকে দুই রিকশাযাত্রীকে দেখে তাঁদের সন্দেহ হয়। পুলিশ রিকশা থামিয়ে তাদের ব্যাগ তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ, একটি রিভলবার, ২১টি গুলি পায়। আটক দুই যুবক অস্ত্র নিয়ে কোনো অপরাধ ঘটাতে যাচ্ছিল বলে তাঁদের ধারণা।