গোড়ানে বিএনপি সমর্থকদের ওপর গুলি, আহত ৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরী বিথির সমর্থনে মিছিলকারীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় এক নেতা গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুই নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা আরজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরজুকে হাসপাতালে নিয়ে আসা খোরশেদ আলম এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, ‘বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের সমর্থক ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরী বিথির পক্ষে দক্ষিণ গোড়ানের টেম্পোস্ট্যান্ডে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সমর্থকরা। এ সময় ছাত্রলীগের অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আরজুর ডান পায়ের গোড়ালিতে গুলি লাগে।’
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত খিলগাঁও থানার উপপরিদর্শক ইফতেখার এনটিভি অনলাইনকে জানান, তিনি ঘটনাটা সামান্য শুনেছেন। পুরো বিষয় সম্পর্কে এখনো জানতে পারেননি। তবে তিনি শুনেছেন আরজুসহ কয়েকজন গোড়ান থেকে টেম্পোস্ট্যান্ডে আসার পথে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। তবে কারা গুলি করেছে সে সম্পর্কে এখনো কিছু জানেন না তিনি।