রাজশাহীতে ঝড়ে নিহতদের পরিবারকে অনুদান

রাজশাহীতে হঠাৎ করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে পবা, বাঘা, পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় নিহত পাঁচজনের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহতদের পাঁচ হাজার করে টাকা এবং প্রতিটি পরিবারকে ২০ থেকে ৩০ কেজি করে চাল দিয়েছে জেলা প্রশাসন।
রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তবে কালবৈশাখীতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে। এ ছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আরো অর্থ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, শনিবারের ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাহেব বাজার, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বায়া, বিমানবন্দর থানার মোড়, শালবাগান এবং লক্ষ্মীপুর এলাকার রাস্তার ধারের বিভিন্ন গাছপালা ও সাইনবোর্ড রাস্তার পড়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের ছোট ছোট অস্থায়ী দোকান। মহানগরীর বাইরে তানোর, পবা, পুঠিয়া, বাগমারা, বাঘা ও মোহনপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে আম, লিচুবাগান ও পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া অনেক স্কুল ও কলেজের টিনের চালা উড়ে গেছে। ঝড়ের সময় বজ্রপাত ও দেয়াল ধসে বাঘা উপজেলায় দুজন এবং পবা, পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় একজন করে নিহত হয়েছেন।