সারা দেশে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

সারা দেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী। আজ সোমবার ছিল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল । এর পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে বিএনপি।
দিনটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন জেলায়। এমনকি পুলিশের লাঠিচার্জে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
শ.ম সাজু, রাজশাহী
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে নগরীর ভুবন মোহন পার্কে দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয়, দলীয় ও শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করেন মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু। পরে দলে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া কোরআন খতম এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এদিকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যায়ের ডিন কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আমজাদ হোসেন, অধ্যাপক ড. সি এম মোস্তফা, অধ্যাপক ড. সায়দুর রহমান, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. হাছানাত আলী, ড. ইফতেখারুল আলম মাসুদ, ড. জি এম শফি, ড. শামসুজ্জোহা এছামী, ড. আওরঙ্গজিব মো. আব্দুর রহমান, ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন ও ড. আব্দুল আলীম।
রশিদ আল মুনান, পিরোজপুর
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে বিএনপির আয়োজিত শোক র্যালিতে লাঠিচার্জ করেছে পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, এতে বিএনপির পাঁচজন কর্মী আহত হন। তবে পুলিশ জানিয়েছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মারামারির ফলে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করে।
কে এম সবুজ, ঝালকাঠি
ঝালকাঠিতে নানা কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাতবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিন। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেত্রী বিলকিছ জাহান শিরিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, বিএনপি নেতা রুস্তম আলী চাষী, নুরুল আলম গিয়াস, আনিসুর রহমান খান হেলাল, যুবদলনেতা রবিউল হোসেন তুহিন ও ছাত্রদলনেতা এনামুল হক সাজু। এ সময় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
দিবসটি উপলক্ষে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ থানা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের পাঠানপাড়ায় বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দরিদ্র অসহায় মানুষের মধ্যে কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়।
আরিচ আহমেদ শাহ্, চট্টগ্রাম
১৯৮১ সালের এদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে শহীদ হয়েছিলেন চট্টগ্রামের সেই জিয়া স্মৃতি জাদুঘর সকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। সকালে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জাদুঘর পরিদর্শন করেন।
পরে যেখান থেকে মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন সেই বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে উদ্যানে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ সময় উদ্যানের সীমানা বেষ্টনীর ওপর ফুল দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী। সকালে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। পরে জেলা বিএনপি শহরের আমতলা ও ইটাগাছার দুটি স্থানে পৃথক কর্মসূচি পালন করে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন বিএনপির জেলা সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, আবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, কৃষক দল সভাপতি আবু জাহিদ ডাবলু, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এখলেছার আলী বাচ্চু, মাসুমবিল্লাহ শাহীন, শ্রমিক দল সভাপতি আবদুস সামাদ, মো. ইউসুফ আলী, শের আলী প্রমুখ।
নাসির আহমেদ, গাজীপুর
বিএনপির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, সহসভাপতি মাকসুদুর রহমান হেলালী, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী। আজ সোমবার বেলা ১১টায় কুমারখালী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুমারখালী-খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ সময় জেলা বিএনপি, কুমারখালী উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক হোসেন, দিনাজপুর
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার মালদহপট্টি এলাকায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল নিশাত প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সদস্য রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সবুজ, উত্তম, রফিকুল ইসলাম, মানিক, তাজ, আব্দুস সালাম, শামীম খান, খোকা, গোলাপ, রাশেদ, তুষার, রফিকুল, জেমস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু সফল রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই দেশে উন্মুক্ত গণতন্ত্র চর্চার পথ খুলে দেন। কিন্তু বর্তমান আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করার পথ রচনা করছে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। সরকাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ক্ষমতায় আছেন বলেই সবকিছুর অধিকার কেড়ে নেবেন তা হতে পারে না। জনগণের কাছে একদিন সবকিছুর জবাবদিহি করতে হবে। জবাব দিতে হবে। সরকারের সব অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় জানাতে হবে। এর বিকল্প কিছু নেই।
এ ছাড়া শহরের ১২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে খিচুড়ী বিতরণ, মিলাদ মাহফিল ও কুরআনখানির আয়োজন করা হয়।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
দিবসটি উপলক্ষে শোক র্যালি করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয় ওই র্যালি। পরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে র্যালিটি পুরাতন বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, নাদির আহমদ, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর মো. শওকত প্রমুখ।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ৭টায় জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত দোয়া পাঠ অনুষ্ঠিত হয়। পরে দরিদ্রদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। দুপুরে আড়াইহাজার উপজেলা যুবদল শোক র্যালি ও মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়।
আজ সোমবার সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুল হক, অধ্যাপক আমিনুর রহমান বকুল প্রমুখ।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করছে মেহেরপুর জেলার বিএনপি। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে আলোকপাত করেন জেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি সভাপতি মুরাদ আলী ও সাধারণ সম্পদাক মকবুল হোসেন মেঘলাসহ নেতারা।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে দোয়া মিলাদ মাহফিল ও দরিদ্রভোজের মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শিব্বির আহমেদ ভুলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ এবং নগর বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদতবাষির্কী। আয়োজনের মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল,আলোচনা সভা এবং গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
দিসটি উপলক্ষে সোমবার দুপুরে শিবালয় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের জীবনী নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোখসেদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ, আবদুল বাতেন, যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা, সাংগঠনিক সম্পাদক এসএ কবীর জিন্নাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবাললয় উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী জিন্নাহ্, রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
এরপর বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।