জিয়াউর রহমানের কর্মময় জীবন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী আজ সোমবার।
বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পেয়েছিলেন খুব অল্প সময়ে।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান।
ঢাকায় তাঁর জানাজায় লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তাঁর অনুসারীরা।
অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পান একাত্তর সালে স্বাধীনতার ঘোষণার কথা বলে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান বীর উত্তম খেতাব।
তবে তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭-এর ২১ এপ্রিল। তার পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তাঁর হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি।
জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আরো দেখুন ইমরুল আহ্সানের ভিডিও প্রতিবেদনে :