নাশকতার অভিযোগে রাজশাহীতে বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুকে রোববার দুপুরে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ছবি : এনটিভি
চলমান অবরোধ ও হরতালে নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দুপুরে নগরীর হড়গ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম এনটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তার বিএনপি নেতাকে ডিবি পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
হড়গ্রাম বাজার এলাকার একটি বাড়িতে তপু আত্মগোপন করেছিলেন। তাঁর নামে নাশকতার একাধিক মামলা আছে। তাঁর নির্দেশেই রাজশাহী জেলার বিভিন্ন স্থানে নাশকতা চলছিল বলে দাবি করেন এসি ইফতে খায়ের আলম।