বেনাপোল সীমান্তে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল চেকপোস্ট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় বিজিবির টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার হচ্ছে। এমন গোপন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, জব্দকৃ্ত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।