ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা এম এ আজিজ মারা গেছেন

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুর এনটিভি অনলাইনকে জানান, অসুস্থ অবস্থায় আজই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এম এ আজিজকে।
কার্ডিওলোজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটা ১০ মিনিটে মারা যান তিনি।
এম এ আজিজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।