পুলিশ সাদা পোশাকে ডিউটি করতে পারবে না

পুলিশ আর সাদা পোশাকে ডিউটি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এখন থেকে নির্ধারিত পোশাক পরে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যদি সাধারণ পোশাকে দায়িত্ব পালন করেন, তবে তাঁকে অবশ্যই ট্যাগ মার্ক লাগানো পোশাক পরতে হবে। তা না পরলে তিনি দায়িত্বরত বলে বিবেচিত হবেন না। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি হবে।
এ নির্দেশনার ব্যত্যয় হলে পুলিশ সদস্যের শাস্তি হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় অবশ্যই দোষী ব্যক্তিদের শাস্তি হবে।
বন্দিবিনিময় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি হয়েছে। ওই চুক্তির আওতায় এরই মধ্যে বিনিময় হয়েছে। দুই দেশের সিদ্ধান্তের আলোকে ভবিষ্যেতেও এমনটি হতে পারে।’