বোয়ালমারীতে ১৫ মোটরসাইকেল চালককে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ১৫ মোটরসাইকেল চালককে আট হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম।
এদিকে বোয়ালমারী পৌরসভা নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১৭২ জন পুলিশ ও ১৫৩ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি র্যাব, এক প্লাটুন বিজিবির ভ্রাম্যমাণ টহলদল নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ চলাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের দুই পৌরসভা নগরকান্দা ও বোয়ালমারীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৮টি কেন্দ্রের এই সরঞ্জাম প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নগরকান্দা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা দুপুর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের সব সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তার কাছে তুলে দিয়েছি। এ ছাড়া ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।