মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
মুন্সীগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়রপত্নীসহ দুই প্রার্থী। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। এ পৌরসভার উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
আগামী ৯ মার্চ মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগমীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।
আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক পৌর মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী মেয়র পদপ্রার্থী চৌধুরী ফারিয়া আফরিন মনোনয়নপত্র জমা দেন। পরে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর প্রস্তাবক ও সমর্থকরা। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।
এ সময় মনোনয়ন জমাদানকারীরা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উপনির্বাচনের দাবি জানান।
পৌরসভাটির সাবেক মেয়র ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।