এমপিকে সতর্ক, ৩৬ অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে সতর্ক এবং আরো ৩৬টি অভিযোগ খতিয়ে দেখতে ২৬ রিটার্নিং কর্মকর্তা ও ১০ পুলিশ সুপারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার করে বিধিলঙ্ঘন করায় আজ সোমবার সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেন মিলনকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রায়গঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল পাঠানকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
ইসি কর্মকর্তারা জানান, এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত অন্তত ছয়জন সংসদ সদস্যকে সতর্ক ও শোকজ করল ইসি।
ইসি সচিব আরো জানান, পক্ষপাতিত্বের অভিযোগে সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর ও ময়নমসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, পক্ষপাতিত্বের অভিযোগে এ নিয়ে আটজন ওসি প্রত্যাহার করা হলো।
ইসির মনিটরিং কমিটি আজ সোমবার প্রচারের শেষ সময়ে এসে অন্তত ২৬ রিটার্নিং কর্মকর্তার কাছে বিধি লঙ্ঘন ও অনিয়ম যাচাই করে দেখার জন্য চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন ইসির উপসচিব রকিউদ্দিন মণ্ডল । এর মধ্যে খোকসা (তিনটি), হাতিয়া, শৈলকুপা, নরসিংদী, সাভার, সরিষাবাড়ী, চান্দিনা, রামগতি, চৌদ্দগ্রাম, মাধবদী, লালমনিরহাট, গোবিন্দগঞ্জ, নাচোল, কলাপাড়া, রায়পুর, নরসিংদী, শাহজাদপুর, কেশবপুর, মৌলভীবাজার, নাটোর, কলাপাড়া, বরগুনা, বিরামপুর (দুটি) অভিযোগ খতিয়ে দেখার জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়।
এ ছাড়া শরীয়তপুর, জামালপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, ঝিনাইদহ, কুমিল্লা, টাঙ্গাইল, বরগুনা, ফরিদপুর ও জয়পুরহাট পুলিশ সুপারকে সংঘর্ষ-হামলার বিষয়ে খতিয়ে দেখতে বলেছে ইসি।