একদিনেই ২৪৫ পৌরসভায় নির্বাচন!

একদিনেই ২৪৫ পৌরসভায় নির্বাচনের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন ভোট গ্রহণ করতে চায় কমিশন। চলতি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে পারে কমিশন।
ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
urgentPhoto
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী বলেন, ‘ডিসেম্বরের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে আমাদের কর্মকর্তারা মাঠে ব্যস্ত থাকবেন। এ ছাড়া জানুয়ারিতে শুরু হবে বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। সব মিলিয়ে মনে হচ্ছে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে পারলে নির্বাচন কমিশনের জন্য ভালো হবে।’
২৪৫ পৌরসভায় নির্বাচন একদিনে করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, ‘একদিনেই নির্বাচন করা হবে। এমন চিন্তা-ভাবনাই নির্বাচন কমিশন করছে।’
তফসিল ঘোষণার বিষয়ে জাবেদ আলী বলেন, ‘আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে। আচরণ বিধিমালা মন্ত্রণালয়ে অনুমোদনের (ভেটিং) জন্য পাঠানো হবে। সেখান থেকে এলে কমিশন নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে।’
বিধি সংশোধনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হবে কি না বা তাদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘নিতে পারলে ভালো হতো। তবে সময় কম থাকায় নেওয়া হয়নি। তবে এ আইনে এমন কোনো কিছু রাখা হয়নি, যাতে রাজনৈতিক দলগুলো ভিন্নমত প্রকাশ করবে।’
রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে জাবেদ আলী বলেন, ‘জাতীয় নির্বাচনের মতোই এটি রাখা হয়েছে। দল প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন নেবে। তারপর সেখান থেকে দল যাকে মনোনয়ন দেবে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর বাকিদের মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কাজেই কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাঁকে আগেই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হবে।’
সর্বোচ্চ ব্যয় এক লাখ টাকা
পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ৪০০ জন ভোটারের সমর্থন লাগবে। একইভাবে কাউন্সিলর পদে দাঁড়াতে সমর্থন লাগবে ৫০ জন ভোটারের। অন্যদিকে নির্বাচনে প্রতি পৌরসভার জন্য এক লাখ টাকা করে ব্যয় করতে পারবে রাজনৈতিক দলগুলো।
পৌরসভা নির্বাচন বিধিমালায় এ ধরনের সংশোধনী আনছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘সাবেক মেয়র বা কাউন্সিলরদের জন্য খসড়ায় উল্লেখিত বিধি প্রযোজ্য হবে না।’
প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা ভোট হতে যাচ্ছে দলভিত্তিতে। এ ক্ষেত্রে সংশোধিত অধ্যাদেশের আলোকে দলীয় প্রার্থী মনোনয়ন, দলীয় ব্যয়, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এনেছে কমিশন।
খসড়ায় দলীয় নির্বাচনী ব্যয় সীমাবদ্ধ করা হয়েছে। খসড়ায় বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীদের জন্য (মেয়র ও কাউন্সিলর) এক লাখ টাকার বেশি ব্যয় করতে পারবে না। রাজনৈতিক দল বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচলাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ৩২৪টি পৌরসভা রয়েছে।