সুরঞ্জিতের বাসায় ককটেল হামলা

সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় দুটি ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে তাঁর জিগাতলার বাসভবনে এ হামলা চালানো হয়।
সুরঞ্জিতের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) কামরুল হক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, রাতে দুর্বৃত্তরা দুটি বোমা ছোড়ে। এর একটি সুরঞ্জিত সেনগুপ্তের পড়ার টেবিলের জানালায় এসে পড়ে। অন্য বোমাটি তাঁর বাড়ির সীমানায় বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।