Beta

ডিগ্রি নেই, সপ্তাহে রোগী দেখেন দুদিন

৩০ জুলাই ২০১৮, ০০:৫৩

ময়মনসিংহের নান্দাইলে আটক হওয়া ভুয়া চিকিৎসক এস আলম ওরফে আব্দুল আলিম। ছবি : এনটিভি

ময়মনসিংহের ‘চিকিৎসক’ এস আলম ওরফে আব্দুল আলিম। সপ্তাহে দুদিন রোগী দেখেন তিনি। চেম্বারে বড় বড় অক্ষরে টানানো রয়েছে, ‘ডা. মো. এস আলম এম.বি.বি.এস (ঢাকা), পি.জি.টি মেডিসিন অ্যান্ড পিজিটি (সার্জারী), সিএমইউ (মেডিকেল আল্ট্রা সাউন্ড), সিসিডি (বারডেম)।’

অথচ এই চিকিৎসকের কি না চিকিৎসক হওয়ার কোনো ডিগ্রিই নেই!

ময়মনসিংহের এই ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুর ১টায় নান্দাইল উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার আজ দুপুরে নান্দাইল উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আব্দুল আলিমের প্রাইভেট চেম্বারে তাঁকে ভুয়া চিকিৎসক বলে চ্যালেঞ্জ করা হয়। পরে, ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

কামরুল ইসলাম মিয়া আরো জানান, ওই ভুয়া চিকিৎসক বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে চেম্বার খুলে তিনি সপ্তাহের শনিবার ও রোববার রোগী দেখে আসছিলেন।

আটক আব্দুল আলিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement