খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো খুলনায়ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন চলছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।
মহানগরী খুলনায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায়। এ বিশাল জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ।
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাতে খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, খুলনা জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, আজমল আহমেদ তপন, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় একই মসজিদে সকাল ৯টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ ও ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া নগরীর খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, আলিয়া মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া মাদ্রাসা ময়দান, তালিমুল মিল্লাত মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তজেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবণচরা, চাঁনমারী, রূপসা , টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, করবস্থান জামে মসজিদ, জেলা পুলিশ লাইন ময়দান, জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, দৌলতপুর রেলওয়ে ময়দান, বিএল কলেজ মাঠ, দেয়ানা ঈদগাহ ময়দান এবং ফুলতলাসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুঃস্থকল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।