টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে পর্যটকদের হয়রানির অভিযোগ, সতর্ক থাকার আহ্বান

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে পর্যটকদের বিভিন্ন সেবা ও সুবিধা দেওয়ার কথা বলা হলেও সেগুলো দেওয়া হয় না বরং পর্যটকদের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১০ জুন) জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, পর্যটকবাহী হাউসবোটে সেবা গ্রহণে বিভিন্ন হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাউসবোটগুলো বিভিন্ন পর্যটন স্পটের বুকিং গ্রহণ করে কিন্তু যাত্রীদের প্রতিশ্রুত সেবা দেয় না এবং যান্ত্রিক ত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যায় না। পাশাপাশি বিভিন্ন সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করছেন মর্মে প্রতারণার তথ্যও রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লাস ট্রাভেল পরিচালিত ‘হাওরডিঙ্গি’ হাউসবোট পর্যটকদের বিভিন্ন সময়ে প্রতিশ্রুত সেবা দেয়নি বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাওরডিঙ্গি সময়মতো যাত্রা শুরু এবং নির্ধারিত আনুষঙ্গিক সেবা যেমন বিদ্যুৎ, আবাসন, স্যানিটেশন সেবা দেয়নি। এমনকি যান্ত্রিক ত্রুটির নামে যাত্রীদের নিরাপত্তাহীন অবস্থায় রেখেই হাউসবোট কর্তৃপক্ষ অন্যত্র চলে যায়।
বিজ্ঞপ্তিতে হাওরডিঙ্গি হাউসবোটসহ অন্যান্য হাউসবোটে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদের অনুরোধ করা জানানো হয়। এ ছাড়া হাউসবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
হাউসবোটগুলোকে অবশ্যই নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বলেছেন, কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।