ঈদের আগে পানি, বিড়ম্বনায় মানুষ

টানা বর্ষণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ঈদের আগে এসব এলাকার সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ঈদের বাজারে ব্যাপক কোনো ভিড় লক্ষ করা যায়নি। গতকাল রাতে যাঁরা পরিবার-পরিজন নিয়ে ঈদবাজারে এসেছিলেন। তাদেরও ভিজে একাকার হতে হয়েছে।
নগরীর খান জাহান আলী সড়ক, স্যার ইকবাল রোড়, বাগমারা, টুটপাড়া, বাইতিপাড়া, আহসান আহমেদ রোড়, গোবরচাকা, বানরগাতির কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। এসব এলাকার পুকুরগুলো ভেসে গেছে। পুকুরের মাছ ধরতে অনেকে সড়কে জাল ফেলছে।
এলাকার সড়কগুলোতে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন বিকল হয়ে পড়ছে।
এ ব্যাপারে খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি এনটিভি অনলাইনকে বলেন, কোথাও জলাবদ্ধতা স্থায়ী হয়নি। একটানা প্রবল বর্ষণে সাময়িকভাবে পানি সড়কের ওপর জমে ছিল। নদীর ভাটার টানে পানি নেমে যাচ্ছে। তিনি বলেন, সিটি করপোরেশনের কয়েকটি টিম খাল, স্লুইসগেটগুলো তদারকি করছে।