পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

দেশে পবিত্র ঈদুল আজহা পালনের তারিখ জানা যাবে আগামীকাল বুধবার (২৮ মে)। ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ওমানে আগামী ৬ মে (শুক্রবার) ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। ভৌগোলিক কারণে বাংলাদেশে সাধারণত সৌদির একদিন পরে ঈদ পালন করা হয়। সে হিসেবে ধারণা করা যাচ্ছে আগামী ৭ মে (শনিবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।