হাফেজ্জী হুজুরের নামে সড়ক রাখার দাবি

রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়ায় আজ শনিবার আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন। ছবি : এনটিভি
রাজধানীর নগর ভবনের সামনের সড়ক বিশিষ্ট আলেম হাফেজ্জী হুজুরের নামে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখরা। আজ শনিবার কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়ায় আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নগর ভবনের সামনের সড়ক হাফেজ্জী হুজুরের নামে নামকরণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে হাফেজ্জী হুজুরের বিতর্কিত ভূমিকা ছিল এমন অভিযোগ তুলে ওই সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওলামা-মাশায়েখরা বলেন, হাফেজ্জী হুজুর একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। আর এ কারণেই এই সড়কের নাম পরিবর্তন করা হলে তাঁরা তা মেনে নেবেন না। যে কোনোভাবে তারা এই সিদ্ধান্ত কার্যকর প্রতিহত করবেন বলেও জানান তাঁরা।
কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার সরকারি সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদও দেন আলেমরা।