আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর এ-টিম মাঠে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আবদুল লতিফ খান টুর্নামেন্টের উদ্বোধন করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।
আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নজিপুর ক্রিকেট ক্লাব এবং তাসনিম ক্রিকেট একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে।
আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনের উদ্যোগে ২০১৬ সাল থেকে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।