টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একজন আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখ ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আবু বকরের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী আখভর্তি একটি ট্রাক নিয়ে ব্যবসায়ী রবিউল ইসলাম আজ শুক্রবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে আসেন। এ সময় ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইনের ওপর দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে জিআরপি থানা পুলিশ তাঁর লাশ গ্রহণ করে।