টানা দ্বিতীয়বারের মতো উত্তরের নগর পিতা আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে আতিকুল পেয়েছেন চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন দুই লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। আতিকুল এক লাখ ৮৩ হাজার ৫০ ভোটে তাবিথকে পরাজিত করেছেন।
এর আগেa শনিবার (গতকাল) সকাল ৮টা থেকে ঢাকা উত্তরের এক হাজার ৩১৮টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফলাফল বিতরণের সমন্বয় কেন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলাফল আসতে শুরু করে। এখান থেকে ফলাফল ঘোষণা করতে থাকেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
এক হাজার ৩১৮টি কেন্দ্রের কেন্দ্রের ফলাফল অনুযায়ী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক কাস্তে প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ১২২। ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৫৩ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ১১১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট।
উল্লেখ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুর পর সেই শূন্য পদে ০১ মার্চ ২০১৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তখন আতিকুল ইসলাম পেয়েছিলেন আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন মাত্র ৫২ হাজার ৪২৯ ভোট।