সুনামগঞ্জে পাঁচ মামলায় ৫ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে সাজাপ্রাপ্ত আসামিকে আজ মঙ্গলবার আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এনটিভি
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।
রায়ের তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রিপন মিয়া, রুকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস, আসাদ মিয়া।