সুনামগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান কৃষকরা

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে গ্রীষ্মকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এবছর একই পরিবারের দুই ভাই—ইয়াসিন মিয়া ও আবু সাঈদ ১৪ কেয়ার জমিতে কাঁকরোল, ধুন্দল ও বরবটি চাষ করে প্রায় পাঁচ লাখ টাকার সবজি বিক্রির আশা করছেন।
তারা জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে তারা রাস্তা ও পুকুরপাড়ের অনাবাদি জমিতে সবজি চাষ করে সফল হয়েছেন। কাঁকরোলের ফলন ভালো হয়েছে এবং বাজারে প্রতিকেজি ৫০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষক নুরুল ইসলাম জানান, তিনি নার্সারির পাশাপাশি বেগুন ও কলমি শাক চাষ করেছেন। বেগুনে লাভের সম্ভাবনা দেখছেন তিনি। আরেক কৃষক নজরুল ইসলাম জানান, তিনি ৬৬ শতাংশ জমিতে চালকুমড়া, বরবটি ও বেগুন চাষ করে প্রায় পাঁচ লাখ টাকার সবজি বিক্রির আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম জানান, এবছর সদর উপজেলায় ৬৯০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ হেক্টর বেশি। এরমধ্যে ৩০ হেক্টর জমিতে কাঁকরোল চাষ হয়েছে। বীজ সংকট থাকায় কৃষকদের মধ্যে বীজ বিনিময়ের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন বলেন, উঁচু এলাকা হওয়ায় জাহাঙ্গীরনগরে সবজি চাষে সম্ভাবনা বেশি। কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। এখানে বছরে ৩-৪ বার ফসল ফলানো হয়।