সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে গৃহবধূ মীম খাতুনকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল হুদা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের কাজীপুরে গৃহবধূ মীম খাতুন হত্যা মামলায় স্বামী নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল হুদার বাড়ি কাজীপুর উপজেলার জুমার খুকশিয়া গ্রামে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, বিয়ের পর থেকে মীম খাতুনের সঙ্গে স্বামীর পারিবারিক কলহ চলে আসছিল। চলতি বছরের ৫ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নাজমুল হুদা ও মীম। সকালে মীম খাতুনের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।
এ ঘটনায় মীম খাতুনের বাবা রাসেল মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা হওয়ার খবরটি জানার পর থেকে স্বামী নাজমুল হুদা পলাতক ছিলেন। গতকাল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ: সিরাজগঞ্জ
০৬ জুন ২০২২
২৮ এপ্রিল ২০২২
২৫ এপ্রিল ২০২২
২৪ এপ্রিল ২০২২