মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের ফোনালাপ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দুই পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর টুইটে বলেছেন, ‘বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির প্রাক্কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং ড. এ কে আবদুল মোমেন ফোনে কথা বলেন।’
শাহরিয়ার আলম বলেন, তাঁরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনে সংশ্লিষ্টতা বাড়াতে সম্মত হন।
শাহরিয়ার আলম তাঁর টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন, ‘উভয়ে সম্পর্ক আরো এগিয়ে নিতে নতুন উদ্যোগ গ্রহণে সম্মত হন।’
সংশ্লিষ্ট সংবাদ: ড. এ কে আবদুল মোমেন
১৯ এপ্রিল ২০২২
১১ এপ্রিল ২০২২