ভৈরবে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জয়িতা পদকে ভূষিত পাঁচ নারীকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামসুন্নার তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজসহ অন্য অতিথিরা।
আরজিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজা, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার হামিদ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, জীবন যুদ্ধের লড়াই সংগ্রামে সফল জয়িতাদের বক্তব্যে ফুটে উঠেছে তাঁরা কীভাবে সফল হয়েছেন। তাঁদের মেধা মনন দিয়ে এগিয়ে যাওয়ায় আজ সফল হয়েছেন তারা। নারীদের উন্নয়নে ভৈরব উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। তাদের যেকোনো উদ্যোগে উপজেলা প্রশাসন অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। আলোচনা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননায় ভূষিত করে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে তাদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের নারী অতিথিরা।
সফল জননী ক্যাটাগরিতে পৌর শহরের ভৈরবপুর গ্রামের আলিফ লায়লাকে উপজেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত করা হয়। শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফলতায় জয়িতা পদকে সম্মানিত হন চণ্ডীবের গ্রামের ফারজানা আহমেদ জেরিন (যুগ্ম জেলা জজ)। অর্থনৈতিভাবে সফল নারী নির্বাচিত হন ভৈরবপুর গ্রামের মেহবুবা ফেরদৌস মিথিলা, সমাজ উন্নয়নে কমলপুর গ্রামের হালিমা তুজ স্নিগ্ধা এবং নির্যাতন বিভীষিকার মুখে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল হওয়া নারী ভৈরবপুর গ্রামের ফাতেমা বেগমকে জয়িতা নির্বাচিত করা হয়। সম্মাননা গ্রহণ শেষে নিজেদের সংগ্রাম ও সফলতা তুলে ধরে বক্তব্য দেন নির্বাচিত জয়িতা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে মো. শহিদুল্লাহ, আলিফ লায়লা, মেহবুবা ফেরদৌস মিথিলা, হালিমা তুজ স্নিগ্ধা ও ফাতেমা বেগম।