কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার তারাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে শাহাবুদ্দিন মিয়া (৭০) ও একই এলাকার সুরুজ আলীর ছেলে মজলু মিয়া (৬০)।
স্থানীয়রা জানান, দুজন নিয়মিত জমিতে কৃষিকাজ করতেন। ঘটনার দিন বিকেলে তারা জমিতে কাজ করছিলেন। এ সময় জমির ওপর দিয়ে যাওয়া গ্রামের আঙ্গুর মিয়ার সেচপাম্পে সংযুক্ত বৈদ্যুতিক তারটি কিছুটা উঁচুতে ঝুলে ছিল এবং কিছু অংশ মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবশত শাহাবুদ্দিন মিয়া মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মজলু মিয়াও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুটি মৃতদেহ পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।