বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি : এনটিভি
পটুয়াখালীতে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ লিমন সরদার (২৩), শাকিল হাওলাদার (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- বাউফল থানার আমিরাবাদ এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লিমন সরদার (২৩) ও একই থানার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাকিল হাওলাদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল কাছিপাড়া ইউপির কারখানা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক ব্যবসায়ীসহ মূল চক্রকে আইনের আওতায় আনার জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।’
সংশ্লিষ্ট সংবাদ: গাঁজা
১৩ মার্চ ২০২৩
১৩ ফেব্রুয়ারি ২০২৩
০৪ ফেব্রুয়ারি ২০২৩