মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেপ্তার পাঁচ আসামির তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্রাট মোল্লা (৩৫)।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৪ জুন মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়।
এজাহারে বলা হয়েছে, আসামিরা মিরপুর সনি সিনেমা হলের সামনে রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তখন দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।