গাজায় একদিনে নিহত ১১৩, মৃতের সংখ্যা বেড়ে ৫৯২০০

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫৯ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। বুধবার (২৩ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৩টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫৩৪ জন। এর ফলে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৪৫ জনে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
আরও মর্মান্তিক বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৩৪ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ৬৪৪ জনেরও বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত হাজার ২০৭ জন।
ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজায় আবারও আক্রমণ শুরু করে। এর মাধ্যমে জানুয়ারিতে চলা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৮ হাজার ৩৩৬ জনকে হত্যা করেছে। আহত করেছে আরও ৩১ হাজার চারজনকে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গাজার এই যুদ্ধের জন্য গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।