গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, ২৪ ঘণ্টায় নিহত আরও ৫৬

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আলজাজিরার ফিলিস্তিনি সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।
গাজার একমাত্র ক্যাথলিক গির্জার ওপর ভয়াবহ ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আল জাজিরা আরবি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় তিন নারী ও এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নাসের হাসপাতালের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তথাকথিত আল-মাওয়াসি ‘নিরাপদ অঞ্চল’-এ হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই ঘটনা গাজায় বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।