ইউরোপজুড়ে তীব্র দাবদাহ, ফ্রান্সে ‘নজিরবিহীন’ সতর্কতা জারি

ইউরোপের দক্ষিণ ও পূর্ব অংশসহ ফ্রান্সে নজিরবিহীন তাপপ্রবাহের কারণে রেকর্ডসংখ্যক সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ফ্রান্সের প্যারিসসহ ১৬টি অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে, যা সর্বোচ্চ স্তরের সতর্কতা। এছাড়া ৬৮টি অঞ্চলে কমলা সতর্কতা রয়েছে। খবর বিবিসির।
সোমবার (৩০ জুন) ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে কমলা সতর্কতা জারি ছিল। ফ্রান্সের জলবায়ু বিষয়ক মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ে-রুনাচার একে “অভূতপূর্ব” পরিস্থিতি বলে বর্ণনা করেছেন।
স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের কয়েকটি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। স্পেন ও পর্তুগাল তাদের ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। শনিবার স্পেনের আন্দালুসিয়ার এল গ্রানাডোতে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, রোববার পর্তুগালের মোরায় ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের প্রায় ২০০ স্কুল বন্ধ বা আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপপ্রবাহ সপ্তাহখানেক ধরে চললেও এটি মধ্য সপ্তাহে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। ফ্রান্সের লাল সতর্কতা মঙ্গলবার দুপুর ১২টা থেকে কার্যকর হবে।
দক্ষিণ ফ্রান্সের করবিয়েরেস পর্বতমালায় রোববার (২৯ জুন) বন্য আগুনের কারণে সড়ক বন্ধ এবং মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
এদিকে ইতালির ২১টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে, যার মধ্যে রোম, মিলান, ভেনিস এবং সার্দিনিয়াও রয়েছে। ইতালির জরুরি চিকিৎসা সমিতির ভাইস প্রেসিডেন্ট মারিও গয়ারিনো জানিয়েছেন, হাসপাতালে হিটস্ট্রোকের রোগীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে সোমবার ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা জুন মাসের অন্যতম সর্বোচ্চ। উইম্বলডনের টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী দিনও রেকর্ড ৩২.৯ ডিগ্রি তাপমাত্রায় অনুষ্ঠিত হয়েছে।
স্পেনে জুন মাসে সবচেয়ে বেশি গরম দিনগুলো চলছে। সেভিলের বাসিন্দা আনাবেল সানচেজ রয়টার্সকে বলেন, “আমি ভালো ঘুমাতে পারি না, হিটস্ট্রোকে ভুগি, খাওয়া বন্ধ হয়ে যায়, মনোযোগ রাখতে পারি না।”

পর্তুগালের রাজধানী লিসবনসহ সাতটি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। জার্মানির আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে, যা নতুন রেকর্ডও হতে পারে।
রাইন নদীর পানি কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজের বহনক্ষমতা কমেছে এবং পরিবহন খরচ বেড়েছে।
বসনিয়া-হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে বৃহস্পতিবার ৩৮.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। স্লোভেনিয়ায় জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা শনিবার রেকর্ড করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে শুক্রবার তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে এবং এই গরম আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস।

তুরস্কের ইজমিরে ৫০ গাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ১২০ কি.মি./ঘণ্টা বেগের বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে এবং অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোর উপকূলীয় এলাকায়ও তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি এবং রাজধানী অ্যাথেন্সের কাছে কয়েকটি শহরতলীতে আগুনে ঘরবাড়ি পুড়ে গেছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করেছেন, এই তাপপ্রবাহ দেখিয়ে দিচ্ছে জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্যক্রম থেকে সরে এসে জলবায়ু অভিযোজনের প্রয়োজনীয়তা কতটা জরুরি। তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেন, “বর্ধিত তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বন্যা, খরা ও বন্য আগুন আমাদের জীবন, স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশের অধিকারকে হুমকির মুখে ফেলছে।”

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞদের মতে, মানুষের কারণে তৈরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন তীব্র তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হবে।
ইউনিভার্সিটি অব রিডিংয়ের রিচার্ড অ্যালেন বলেন, “বায়ুমণ্ডলে ক্রমাগত বাড়তে থাকা গ্রীনহাউস গ্যাসের কারণে পৃথিবী অতিরিক্ত তাপ বের করতে পারছে না। এর ফলে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে, মাঝারি গরমও এখন চরম হয়ে উঠছে।”